পোকা

পোকা

হুমায়ূন আহমদের অসাধারণ একটি উপন্যাস। আলতাফ হোসেন নামের এক পোকাপ্রেমির জীবনকাহিনি এটি। আলতাফ মনে করেন তিনি পোকাদের সাথে কথাবার্তা চালাতে পারেন। পোকাদের ক্ষমতা অসীম। তাঁদের একক বুদ্ধি মানুষের থেকে কম অবশ্যই। কিন্তু তাঁরা দলবদ্ধ ভাবে চিন্তা করতে পারেন। তাই তাঁদের বুদ্ধি ও ক্ষমতা অসীম। বইটির অসাধারণ কয়েকটি লাইন— পোকাদের হাতে মানুষ অসহায়? হ্যাঁ অসহায়। পঙ্গপালের কথা ভেবে দেখো। পঙ্গপালের আক্রমণ ঠেকানোর কোনও বুদ্ধি কি মানুষের আছে? মেশিনগান দিয়ে ঠেকাবে? পৃথিবীতে বিউবোনিক প্লেগ ছড়িয়েছিল ইঁদুর। ১৩৪৭ থেকে ১৩৫১— এই পাঁচ বছরে প্লেগে সারা পৃথিবীতে মানুষ মারা গেছে ৭৫ মিলিয়ন। ঊনবিংশ শতাব্দীতেও বিউবোনিক প্লেগ হল— মানুষ মারা গেল ২০ মিলিয়ন। যেমন হঠাৎ করে অসুখটা এসেছিল তেমনি হঠাৎ করে চলে গিয়েছে। আমার এখন মনে হচ্ছে, এইগুলি পোকাদের সাবধানবাণী। পোকারা মানুষদের সাবধান করে দিচ্ছে। তারা বলছে— হে মানব সম্প্রদায়, সাবধান। আমরা কিন্তু ইচ্ছা করলেই তোমাদের শেষ করে দিতে পারি। তোমাদের অতি আধুনিক জ্ঞান-বিজ্ঞান কোনও কাজেই লাগবে না। .... আমরা অতি ক্ষুদ্র প্রাণি। তোমরা যাদের পোকা বলো, আমরা তাই। আমাদের এককভাবে কোনও বুদ্ধি নেই, কিন্তু আমাদের সমষ্টিগত বুদ্ধি সীমাহীন। বুদ্ধি মানেই ক্ষমতা। তোমাকে আমাদের সেই ক্ষমতার কিছুটা দেখালাম।
Sign up to use