মিসির আলি অমনিবাস (২)
মিসির আলি নামের অতি সাধারণ মোড়কে একজন অসাধারণ মানুষ তৈরির চেষ্টা ‘দেবী’ তে করা হয়। একজন মানুষ, যার কাছে প্রকৃতির নিয়ম-শৃঙ্খলা বড় কথা, রহস্যময়তার অস্পষ্ট জগৎ যিনি স্বীকার করেন না। সাধারণত যুক্তিবাদী মানুষরা আবেগবর্জিত হন। যুক্তি এবং আবেগ পাশাপাশি চলতে পারে না। মিসির আলি এ ব্যাপারে একটু ব্যতিক্রম। এনার ক্ষেত্রে যুক্তি ও আবেগকে হাত ধরাধরি করে হাঁটে ।