পোনুসংহিতা ও অন্যান্য অকথা / Ponusonhita O Onyanyo Okotha by The Cafe Table Publication
বিভূতিভূষণ মুখোপাধ্যায় (বভম) মশায়ের এক মানসপুত্র ছিল পোনু নামে এমনই এক অকালপক্ক বালক। সে ভগবানকে প্রাণঘাতী সব চিঠি লিখতো, বিভূতিভূষণ পরে 'পোনুর চিঠি' নাম দিয়ে সেসব ছাপিয়েছিলেন। এ ছোকরার সঙ্গে বিভূতিভূষণের কোনো সম্পর্ক নেই এবিষয়ে আমরা নিঃসন্দেহ, কিন্তু তাঁর নাম ভাঁড়িয়ে যে খাচ্ছেনা সেটা হলফ করে বলতে পারিনা। বুঝ সাধু যে জান সন্ধান!' এই বইতে আছে পোনুর জবানীতে কিছু ভ্রমণকাহিনী (সচিত্র), মনুসংহিতার সঠিক ব্যাখ্যা এবং এধরনের আরো কয়েকটি রচনা -- রঙ্গব্যঙ্গে ভরা। আর আছে পোনুর পালক মানসপিতার বয়ানে 'ভূতের গল্প' বা 'রবীন্দ্রনাথের হাতে বাঙালীর সর্বনাশ' ধরণের বিষয় থেকে 'অবসরগ্রহণ' বা 'বিশ্বভারতী' অবধি নানান বিষয়ের ওপর কখনো রঙ্গ, কখনো ব্যঙ্গ আর কখনো গেরেম্ভারী অকথার রামধনু সংকলন। প্রত্যেকেই ভালো লাগার কিছু না কিছু পাবেন, কেবল 'রামগরুড়ের ছানা'দের প্রবেশ নিষেধ।